নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ইদ্রিস আলী (৬০) নামের এক আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রনি (১৯) নামের মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।
রবিবার (৪ এপ্রিল)বিকেলে উপজেলার পাঁচগাঁও সীমান্ত সড়কের রামনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী রংছাতি ইউনিয়নের মৌতলা গ্রামের বাসিন্দা এবং আব্দুল করিমের ছেলে। তিনি পেশায় একজন ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রেতা ছিলেন। আহত রনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার চান্দালিপাড়া গ্রামের হান্নান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, রবিবার সকালে ইদ্রিস আলী বাইসাইকেলযোগে আইসক্রিম বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বিক্রি শেষে বিকেলে বাড়ি ফেরার পথে রামনাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে বৃদ্ধা ও মোটরসাইকেল চালক দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে চৈতা এলাকায় ইদ্রিস আলী মারা যান। আহত রনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজমূল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। আগামিকাল (সোমবার) সকালের দিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনানাুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।