জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলায় কালনা-নড়াইল মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমাতে ও গাড়ির গতিসীমা কমানো এবং অতিদ্রুত মহাসড়ক ৬ লেনে উন্নিত করা দাবিতে মানবন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়েছে। রোববার (৪ মে) বেলা সাড়ে ১১ টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা, পৌর ও কলেজ শাখা লোহাগড়া ও নড়াইল এর উদ্যোগে এ মানবন্ধন অনুষ্টিত হয়।
এদিন ঘণ্টাব্যাপি চলা মানববন্ধন কর্মসূচিতে লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আল মামুন এর সঞ্চালমায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক শেখ শাহ আলম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানসহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, নিরাপদ সড়ক সকলের প্রাণের দাবি।
একটি সড়ক দুর্ঘটনা সারাজীবনের কান্না। কালনা-নড়াইল মহাসড়ক সংকীর্ণ হওয়ায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ। সামান্য কিছু পদক্ষেপের অভাবে চোখের সামনে রাস্তায় তাজা প্রাণ প্রতিনিয়তই ঝরে যাবে, এটা মেনে নেওয়া যায় না। আমরা চাই, দ্রুত এর সমাধান হোক। সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত হোক।’
এসময় কালনা-নড়াইল সড়ক ৬ লেনে উন্নিতের দাবি জানান বক্তারা। পরে উপজেলা প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া মানববন্ধনে নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা বিএনপির নেতা-কর্মীরা ছাড়াও নড়াইল জেলা ছাত্রদলের সহ-সভাপতি নবাব রাব্বী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসিফ আরাফাত, লোহাগড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াসউদ্দিন জুয়েল, সদস্য সচিব মাহাবুবর রহমান রাজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিফাত খানসহ ছাত্রদলের বিভিন্ন শাখা নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।