আটপাড়া নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় সারা বিশ্বের ন্যায় আন্তর্জাতিক ১লা মে মহান শ্রমিক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন,উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকাল ৯টায় -উপজেলা নির্মাণ শ্রমিকের উদ্যোগে সংগঠন কার্য্যালয়ে জাতীয় পতাকা , সংগঠন,ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালনের যাত্রা শুরু হয়।
পরে থৌথভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্হ্য ও সেইফটি ২০২৫ উপলক্ষে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এর পর উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা,বি এন পির আহ্বায়ক মাছুম চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মফিজুর রহমান, ইসলামী আন্দোলন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হামিদুর রহমান, সেচ্ছাসেবক দলে সাধারণ সম্পাদক রুপম, নির্মান শ্রমিক ইউনিয়নএর সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মো ইব্রাহিম, সিনিয়র সহসভাপতি মো রন্জু মিয়া,সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ,শ্রমিকবৃন্দ,সাংবাদিকবৃন্দ প্রমূখ।