রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
“শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে”- এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পালিত হয়েছে মহান মে দিবস। আজ বৃহস্পতিবার (০১ মে) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা উপজেলার সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মন্ডল’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম আবু মোতালেব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার মুখপাত্র জাহিদ হাসান, ফুলছড়ি উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর অধ্যাক্ষ মাওলানা মুহা. সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেদারেশনের সভাপতি হাফেজ আব্দুল আলীম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন শহীদ, ফুলছড়ি থানার পুলিশ প্রতিনিধি, দোকান মালিক মোস্তফা সহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যুগে যুগে দেশে দেশে যত সভ্যতা গড়ে উঠেছে তা গড়ে উঠেছে শ্রমিকের শ্রমে ও ঘামে। আজকে এই মহান মে দিবস সেই সকল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক দিনটি স্মরণ করিয়ে দেয়। পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নিশ্চিত করে শিশুশ্রমসহ অমানবিক সমস্ত শ্রম থেকে সুরক্ষা দিতে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকল শ্রমিকদের মজুরি ও সুস্থ কর্মপরিবেশ নিশ্চিতকল্পে ভবিষ্যতেও শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের আহ্বান জানান বক্তারা।