নিজস্ব প্রতিবদেক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) উপজেলা প্রশাসন ও কেন্দুয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
দুপুরে উপজেলা প্রশাসন ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের নেতৃত্ব শোভাযাত্রায় অংশ নেন কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূঁইয়া মজনু কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলারসহ অনেকে।
শোভাযাত্রার আগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
এতে বক্তব্য রাখেন, ওসি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হারুন অর রশিদ ফারুকী, জামায়াতে ইসলামীর কেন্দুয়া উপজেলা শাখার আমীর, বিএনপি নেতা মজনু রহমান খন্দকার, জসীম আহমেদ খোকন ও গণমাধ্যম কর্মী ও উপজেলা মিডিয়া ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্ব বিশ্বশর্মা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, পৃথিবীর সভ্যতার সবকিছুই গড়ে উঠেছে শ্রমিকদের শ্রম ও ঘামের মাধ্যমে। তাই শ্রমিকদের ন্যায্য পাওনা কাজ শেষ হবার সাথে সাথেই পরিশোধ করতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিক-মালিক ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও দায়িত্ব পালন করতে হবে। শ্রমিক-মালিক এক হবে, গড়বো এ দেশ নতুন করে এই হোক আমাদের অঙ্গীকার।
বক্তারা মে দিবসের তাৎপর্য এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটির গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের স্বাস্থ্য সুরক্ষা বিধান করা মালিকদের নৈতিক ও আইনগত দায়িত্ব। শ্রমিক-মালিক সুসম্পর্কই টেকসই উন্নয়নের ভিত্তি।
অন্যদিকে নির্মাণ শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রায় নেতৃত্ব দেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মনোয়ার হোসেন মৌলু ও সাধারণ সম্পাদক আবুল কালাম মেনু। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে উপজেলার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।