দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ৯ম বার্ষিক নাট্যোৎসব ২০২৫।  আগামী ১২ মে পর্যন্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে ৯ দিনব্যাপী এই নাট্যোৎসব চলবে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাট্য নির্দেশনা (ব্যবহারিক) কোর্সের (৪৬৫ নং) পরীক্ষার অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

প্রতিদিন সন্ধ্যা ৬টা এবং ৭টা ৩০ মিনিটে দুটি করে ভিন্নধর্মী ও চিন্তাশীল নাটক মঞ্চস্থ হবে, যার মাধ্যমে মোট ১৮টি নাটক দর্শকদের সামনে উপস্থাপিত হবে। এবারের নাট্যোৎসবে বাংলা সাহিত্য, বিশ্বসাহিত্য এবং সমকালীন জীবনের বহুমাত্রিক অভিজ্ঞতা ফুটে উঠবে। নবীন নাট্যনির্দেশকদের সৃজনশীলতা, নাট্যদৃষ্টি এবং পারফরম্যান্সের দক্ষতার মাধ্যমে প্রতিটি প্রযোজনা নান্দনিকভাবে মঞ্চায়নের জন্য তারা নিরলস পরিশ্রম করছেন।

এই কোর্সের তত্ত্বাবধানে রয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার। ৪ মে থেকে শুরু হওয়া এই উৎসবে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চস্থ হবে। উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে ‘ইতি বিনোদিনী’ (নির্দেশনা: তৃপ্তি রাণী রায়) এবং ‘কোকিলারা’ (নির্দেশনা: মনিসা সাহা)। এরপর ৫ মে মঞ্চে আসবে ‘তেজ’ (নির্দেশনা: আফিয়া জাহান প্রার্থনা) এবং ‘ভার্সেস অব ব্লাড এন্ড ফায়ার’ (নির্দেশনা: মো. শাকিল আহমেদ)।

৬ মে উপস্থাপিত হবে ‘কোয়েশ্চান মার্ক’ (নির্দেশনা: জাফরিন হক তরু) এবং ‘লেডি আওই’ (নির্দেশনা: পিপাসা সাহা গৌরী)।  ৭ মে দর্শকরা দেখতে পাবেন ‘বীক্ষণ’ (নির্দেশনা: পরাগ বর্মণ) এবং ‘পাখি’ (নির্দেশনা: ইশরাত জান্নাত)। ৮ মে মঞ্চস্থ হবে ‘ভেরোনিকার নতুন জীবন’ (নির্দেশনা: রাফেল আফ্রাদ) এবং ‘অতসী মামী’ (নির্দেশনা: ফারহানা আমবেরীন লিওনা)। ৯ মে প্রদর্শিত হবে ‘কাঁটাতারে প্রজাপতি’ (নির্দেশনা: পল্লব কুমার বিশ্বাস) এবং ‘জিনের বাদশা’ (নির্দেশনা: ফাতেমা তুজ যাহরা)।

১০ মে মঞ্চে আসবে ‘লবিং’ (নির্দেশনা: মো. শাহীন আলম) এবং ‘মৃত্যুঞ্জয়’ (নির্দেশনা: সামিয়া সুলতানা চারু)। ১১ মে উপস্থাপিত হবে ‘ডলস হাউজ’ (নির্দেশনা: প্রিয়াংকা রাণী দাস) এবং ‘গেম অব গ্রিড’ (নির্দেশনা: লাবণী রাণী পন্ডিত)। উৎসবের সমাপনী দিন ১২ মে মঞ্চস্থ হবে ‘দ্যা স্টেশনারি শপ অব তেহরান’ (নির্দেশনা: সুমাইয়া খান কানিজ) এবং ‘মুক্তি?’ (নির্দেশনা: হাবিবা আক্তার পিংকী) আয়োজকরা বলেন, ‘থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের হাতে তৈরি এই নাটকগুলো দর্শকদের জন্য একই সঙ্গে শিক্ষামূলক এবং আনন্দদায়ক অভিজ্ঞতা হবে বলে  আশাবাদী।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version