নিজস্ব প্রতিবেদক: “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ, ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি”- এই উৎসবমুখর প্রতিপাদ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম ২০২৫ সালের শুভ উদ্বোধন করা হয়েছে। কৃষকের মুখে হাসি ফোটাতে সরকারি এই কর্মসূচি এবার আরও বৃহৎ পরিসরে শুরু হলো।
বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে কেন্দুয়া খাদ্য গুদাম প্রাঙ্গণে ফিতা কেটে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. কাওছার আহমেদ, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, কেন্দুয়া পৌর বিএনপি’র সভাপতি ও ডিলার মো. খোকন আহমেদ, কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম রফিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
কেন্দুয়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাখাব্বির খান বলেন, এ বছর উপজেলায় সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার ২৫০ মেট্রিকটন এবং ধানের লক্ষ্যমাত্রা এক হাজার ৫০১ মেট্রিকটন। প্রতি কেজি চাল ৪৯ টাকা ও প্রতি কেজি ধান ৩৬ টাকা মূল্যে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই সংগ্রহ কার্যক্রম।
তিনি আরও জানান, সরকার নির্ধারিত এই মূল্য গত বছরের তুলনায় কৃষকদের জন্য বেশি লাভজনক। ফলে ন্যায্য দামে ধান বিক্রি করে তারা যেমন আর্থিকভাবে স্বস্তি পাচ্ছেন কৃষক, তেমনি সরকারের খাদ্য নিরাপত্তা কর্মসূচিও শক্তিশালী হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সরকারের এই উদ্যোগ শুধু ধান সংগ্রহ নয়, এটি কৃষকের জীবনমান উন্নয়ন এবং জাতীয় খাদ্য মজুত বৃদ্ধির অংশ। ধান-চাল সংগ্রহ অভিযানের সফল বাস্তবায়নের মাধ্যমে কেন্দুয়ার কৃষকদের মুখে হাসি ফুটবে এবং দেশের খাদ্য ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে।
এদিকে মাঠের কৃষকরাও জানান, এবার সরকারের নির্ধারিত মূল্য তাদের উৎপাদন ব্যয়ের তুলনায় সন্তোষজনক। ফলে তারা সময়মতো গুদামে ধান সরবরাহ করে ভালো দাম পাওয়ার আশা করছেন।