জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বাট্টাজোড় ইউনিয়নের ফজিলতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোনেজা বেগম (৩৫) স্থানীয় ইসরাফিল আলমের স্ত্রী ও দুই সন্তানের মা।
ঘটনার বিবরণে স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে মোনেজা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। প্রথমে পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুকে “স্বাভাবিক” বলে দাবি করা হলেও প্রতিবেশীদের সন্দেহের কারণে পুলিশ ঘটনাস্থলে যায়। বেলা ২টার দিকে বকশীগঞ্জ থানা পুলিশ মোনেজার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে গলায় ফাঁসের দাগ দেখে আত্মহত্যার আশঙ্কা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় মোনেজার স্বামী ইসরাফিল আলম ও তার পরিবার দাবি করেন, এটি একটি স্বাভাবিক মৃত্যু। তবে স্থানীয়দের একাংশের মতে, পারিবারিক কলহ বা অন্য কোনো কারণে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। এ নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে।
ঘটনাটির বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহে প্রাথমিকভাবে ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা ময়নাতদন্ত ও তদন্তের পরই নিশ্চিতভাবে বলা সম্ভব। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মোনেজা বেগমের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার আত্মীয়রা ন্যায়বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।