নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক কিশোরীকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ফয়সাল আহমেদ দুর্জয় (২৬) সহ আরো তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বিরিশিরি এলাকার এক রিসোর্ট থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, আজ (মঙ্গলবার) বেলা আড়াইটার দিকে এক কিশেরীকে নিয়ে বেড়াতে যাওয়ার কথা বলে বিরিশিরি এলাকার এক রিসোর্টে নিয়ে যায় দুর্জয়সহ আরো কয়েকজন যুবক। এ সময় রিসোর্টের দায়িত্বে থাকা ম্যানেজারকে ভয়ভীতি দেখিয়ে এক রুমের চাবি নিয়ে ইচ্ছার বিরুদ্ধে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ রিসোর্ট থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ফয়সাল আহমেদ দুর্জয়, ভুক্তভোগী কিশোরীসহ আরো তিন যুবকে আটক করে থানায় নিয়ে আসে।
ধর্ষণ ও আটকের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কিশোরী থানা হেফাজতে রয়েছেন। মেডিকেলে পরীক্ষার জন্য তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ছাত্রদল নেতা বলেন, কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে কোনো অপরাধীর ঠাঁই নাই। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব জানান, কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়কের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।