নিজস্ব প্রতিবেদন: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একশো অসহায় দরিদ্র পরিবার পেল ৬০ কেজি করে চাল। মঙ্গলবার (২৯ এপ্রিল) যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশ কান্ট্রি অফিস কর্তৃক চাল বিতরন করা হয়।
বিশ্বমন্দার প্রভাবে বেশ কিছুদিন যাবত মুদ্রাস্ফীতি এবং খাদ্যদ্রব্যের উর্দ্ধগতির কারণে এদেশের নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত সম্প্রদায়ের পরিবারগুলো চরম দারিদ্রতার শিকার হচ্ছে। এসব পরিবারগুলোকে সহযোগিতা করার লক্ষ্যে এই কার্যক্রম গ্রহণ করা হয়।
এ কার্যক্রমে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। এছাড়াও যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ কান্ট্রি অফিসের কর্মকর্তা এবং সরকারের স্থানীয় প্রশাসনিক ও জনপ্রতিনিবৃন্দ উপস্থিত ছিলেন।
যাকাত ফাউন্ডেশন কর্তৃক গরীব ও বঞ্চিত মানুষের মধ্যে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ প্রোগ্রামটি সকল মহল কর্তৃক প্রশংসিত হয়েছে।