নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে পন্থায় বালু উত্তোলনের দায়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভ্রাম্যমান আদালত তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা ও তা আদায় এবং বালু জব্দ করেছে।
উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের গণেশ্বরী নদী থেকে ব্যক্তিদ্বয় হলেন- নজরুল ইসলাম, আব্দুল হাকিম ও আব্দুল কাদির মড়ল।
মঙ্গলবার (২৯ এপ্রিল) কলমকান্দার সহকারি কশিনার (ভূমি) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এরআগে গত সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমি তিনি অভিযান পরিচালনা করেন।
জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে প্রত্যেক ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। পাশাপাশি উত্তোলিত বালু জব্দ এবং এ ধরণের কর্মকাণ্ডের সাথে আর জড়াবে না এই মর্মে মুচলেকা নেওয়া হয় ওই তিনজনের কাছ থেকে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গণেশ্বরী নদী থেকে যন্ত্রের মাধ্যমে রাতের আঁধারে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল। চক্রের পেছনে রাজনৈতিক দলের একাংশের নেতাকর্মীর সম্পৃক্ততা রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নদীতে চলে বালু উত্তোলনের মহোৎসব। এসব বালু লরি ও ট্রাকে করে পাঠানো হতো বিভিন্ন এলাকায়। প্রশাসনের কঠোর নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে চক্রটি এসব কার্যক্রম চালিয়ে আসছিল।
এ ব্যাপারে এসি (ভূমি) মাহমুদুল হাসান বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত করতে হবে।