ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিভাগের আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা এগারোটায় কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার।
এসময় বিভাগের ২০১৯-২০ বর্ষ থেকে ২০২৩-২৪ বর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অধ্যাপক ড. মাকসুদা আক্তার বলেন, আমাদের বিভাগের শিক্ষার্থীদের অর্জনে অন্যান্য বিভাগ ঈর্ষান্বিত অনুভব করে। এর মধ্যে আন্তঃবিভাগ টুর্নামেন্টগুলোতে রয়েছে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো যাতে বিশ্ববিদ্যালয়ের যেকোনো আয়োজনে বিজয় আনা সম্ভব হয়। খেলাধুলায় প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতার মাধ্যমেই আমরা আনন্দ খুঁজে পাবো। এখানে কোনো মলিনতার জায়গা নেই, সংঘাতের জায়গা নেই।
উল্লেখ্য, আজকের উদ্বোধনী খেলায় বিভাগের ২০২১-২২ বর্ষ ( সিজি-৪) বনাম ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থীদের খেলা অনুষ্ঠিত হয়।