দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃনাজমুল হাসান (অপু)। বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনার তালতলীতে মাছের ঘের নিয়ে দ্বন্দ্বে সংরক্ষিত নারী ইউপি সদস্য দম্পতি সহ ২ পক্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল ২০১৫) উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের দক্ষিণ গাব্বাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, সংরক্ষিত নারী ইউপি সদস্য নাজমা বেগমের স্বামী শহিদুল ইসলাম (৬০) দীর্ঘদিন ধরে একটি মাছের ঘের ভোগদখল করছিলেন।

একা একটি মাছের ঘের ভোগদখল করায় নুরুল ইসলাম গং সেটিকে দখলে নিতে ঘেরের পার কাটে। এ ঘটনায় শহিদুল ইসলাম তালতলী থানায় অভিযোগ দিলে তার উপর ক্ষিপ্ত হয়ে বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ভাবে মারধর করে এবং বসত ঘরে ঢুকে তান্ডব চালায়। গুরুতর আহত মো. শহীদুল ইসলাম বলেন, আমার ঘের কেটে মাছ লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে আমি তালতলী থানায় অভিযোগ দিলে, সরোয়ার, নসু, আশরাফুল ইসলাম, ফারুক খাঁ সহ ১০-১৫ জন অতর্কিত হামলা চালিয়ে গরু ছাগলসহ বাড়িঘর লুট করে নিয়ে যায়। নুরু খাঁ গংদের অতর্কিত হামলায় সংরক্ষিত নারীই ইউপি সদস্য নাজমা বেগম সহ আমরা ৪ জন গুরুতর আহত হয়েছি।

এদিকে সরোবরের ছেলে ইয়াসিন (১৭) বলেন, আমরা মাছের ঘের কেটে ছিলাম বাঁধা দেওয়ার পর আর কাটিনি। তারা গতকাল আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে। আজকে অহেতুক চিল্লা-ফাল্লা করেছে। আমাদেরকে মারধর করেছে। এতে আমার বাবা সহ ৪ জন আহত হয়েছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাহ জালাল বলেন, এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version