দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বিপ্লব হোসেন,ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ১০৩ নাম্বার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। বিশেষ অতিথি ছিলেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্টবিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, সহকারী অধ্যাপক ওবায়দুল হক, সহকারী অধ্যাপক রিপোনুজ্জামান, প্রভাষক হাবিবুর রহমানসহ বিদায়ী ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সিদওয়ানুল হক সাকিন ও সাইফুন্নাহার লাকি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস জীবনের নানা ঘটনার স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ শেষে তাদেরকে বিভাগের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

সভাপতির বক্তব্যে সহকারী অধ্যাপক শিরিনা খাতুন বলেন, ‘একটা মানুষ তার স্বপ্নের থেকেও বড় হতে পারে, যদি তার নিজের চেষ্টা ও মেধাটাকে সঠিকভাবে চর্চা করে। মেধা প্রত্যেকেরই সমান থাকে, চর্চার অভাবে কেউ ভলো করে, কেউ ব্যর্থতায় পর্যবসিত হয়। এখানে উপস্থিত অনেকের উজ্জ্বল সম্ভাবনা আছে, তবে তার আগে সেই সম্ভাবনার আলোটাকে তোমাদের জ্বালাতে হবে। তোমারা অনেক পরিশ্রম করে এতদূর পর্যন্ত এসেছো, এখন প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে পরিশ্রমকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে। তোমরা জীবনে অনেক ভালো কিছু করবে এটাই আমার প্রত্যাশা।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, ‘বিদায় বলতে জীবনের একস্থান থেকে অন্যস্থানে পদার্পণ, তোমরা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছো, আরেক জায়গায় নবীন হয়ে ঢুকবে, আমি দোয়া করি তোমাদের সবার জীবনের লক্ষ্যে পোঁছাও। বাবা মায়ের স্বপ্ন পূরণ কর। তবে, একটা কথা খেয়াল রাখবে জীবনে বাবা-মাকে কষ্ট দিয়ে কখনো ভালো কিছু করা যায় না। তাই সবসময় বাবা-মায়ের দোয়া নিয়ে পরিশ্রম করো ইনশাআল্লাহ সফল হবে।নিজেকে নিজে অনুপ্রেরণা দাও, স্বপ্ন সবসময় বড় দেখতে হবে। নিজেকে ছোট ভাবা যাবে না। তোমরা যেখানেই কাজ করো না কেন সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে কাজ করবে। সমাজকে পরিবর্তন করতে হলে তোমাদেরকেই ভালো উদ্যোগ গ্রহণ করতে হবে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version