নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ঝড়ে সরকারি গাছ পড়ে বসত ঘর ভেঙ্গে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে একটি পরিবারের। ঘর হারিয়ে ব্যাপক কষ্টে আছেন ক্ষুদ্রকৃষক সুমন মিয়া ও তার পরিবার। এ ঘটনা ঘটেছে দুর্গাপুর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামে।
রবিবার (২৭ এপ্রিল) কি পরিমান ক্ষতি হয়েছে তা নিরুপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাভিদ রেজোয়ানুল কবীর।
এরআগে গত শনিবার (২৬ এপ্রিল) গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে রাস্তার পার্শ্বে রোপনকৃত সরকারি একটি গাছ পড়ে যায় কৃষক সুমন মিয়া বসত ঘরের ওপর। এতে ঘরের আসবাবপত্র বিনষ্ট সহ ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই ঘর মেরামতের কোন সামর্থ না থাকায় সকলের সহযোগিতা চেয়েছেন দিন মজুর সুমন মিয়া।
সুমন মিয়া বলেন, শনিবার গভীর রাতে হঠাৎ ঝড় শুরু হয়। পরে সরকারি গাছটি বসত ঘরের ওপর পড়ে সবকিছু নষ্ট হয়ে যায়। ছেলে-মেয়েদের নিয়ে অতি কষ্টে কোন রকমে রাতটি পার করলেও ঘর মেরামত করার কোন সামর্থ আমার নাই। আমি সকলের সহযোগিতা কামনা করেন তিনি।