রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় শ্রীপুর রেঞ্জের তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া, তালতলী ও মুরগির বাজার এলাকায় ২৬ এপ্রিল (শনিবার) সকাল ৮ টা থেকে সংরক্ষিত বনভূমি জবর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও বসতবাড়ি উচ্ছেদ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৫৬টি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
উদ্ধার অভিযানে অংশ নেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজিব আহমেদ, ঢাকা বিভাগিয় বন কর্মকর্তা মো. বসিরুল আল মামুন, সহকারী বন সংরক্ষক সামসুল আরেফিন, রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান সহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও বন বিভাগের প্রায় চার শতাধিক সদস্য।
জবরদখলমুক্ত হয় প্রায় ৪ একর বনভূমি। শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোখলেসুর রহমান জানান, বনের জমি উদ্ধারের আগে সেখানকার বাসিন্দাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য কয়েক দফা নোটিশ দেওয়া হয়েছে। মাইকিং করা হয়েছে। কিন্তু তাঁদের অনেকেই স্থাপনা সরিয়ে নেন নি।
অনেকেই আবার স্থাপনার আংশিক সরিয়ে নিয়েছেন। উদ্ধার হওয়া বনভূমির আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজিব আহমেদ জানান, বনভূমি রক্ষায় আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। ৫ আগস্টের পর থেকে এই এলাকায় পরিকল্পিত ভাবে বনভূমি দখলের চেষ্টা চলে। আজকের অভিযানে আমরা সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি।