নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেত্রকোনার কেন্দুয়া শাখার সদস্য সচিব মো. সাদ্দাম আলম তন্ময়কে কারণ দর্শনো ও জবাব দিহিতার চিঠি দেওয়া হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) নেত্রকোনা জেলা জাসাসের আহবায়ক ও সদস্য সচিবের পক্ষে কারণ দর্শানোর চিঠিতে স্বাক্ষর করেন যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান।
জাসাসের জেলা শাখা কর্তৃক ইস্যুকৃত চিঠি থেকে জানা যায়, গত ৫ আগস্ট স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকে দলের ভাবমূর্তি ও দলীয় শৃঙ্খলা অক্ষুন্ন রাখার জন্য কেন্দ্রীয় সংসদের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও আপনি (সাদ্দাম আলম তন্ময়) কর্ণপাত করেন নি।
চিঠিতে আরো উল্লেখ, দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের সাথে জড়িত থাকায় কেন আপনার (সাদ্দাম আলম তন্ময়) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে নোটিশ প্রপ্তির তিন কার্য দিবসের মধ্যে নেত্রকোনা ছোট বাজারস্থ বিএনপি’র কার্যালয়ের স্বশরীরে উপস্থিত হয়ে জাসাসের নেত্রকোনা জেলা শাখার আহবায়ক কন্ঠ শিল্পী সাদমান চৌধুরী পাপ্পু ও সদস্য সচিব সাইফুল আলম গজনবী চয়নের নিকট লিখিত ও মৌখিকভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে জেলা জাসাসের আহবায়ক সাদমান চৌধুরী পাপ্পুর সাথে কথা হলে তিনি মো. সাদ্দাম আলম তন্ময়কে কারণ দর্শানোর চিঠি প্রদানে সত্যতা নিশ্চিত করেন।