বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (সম্মান) শ্রেনীতে ১ম বর্ষের (বাণিজ্য) সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ২নং স্টলে অবস্থান করে সংগঠনটি। এসময় পরীক্ষার্থীদের কলম ও তাদের সাথে আগত অভিভাবকদের জন্য বিশ্রামাগার, সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। এছাড়া সংগঠন সম্পর্কে সম্যক ধারণা পেতে ছাত্র ইউনিয়নের পরিচিতি উপহার হিসেবে প্রদান করা হয়।
জানা যায়, বেলা ১১টা হতে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২টি একাডেমিক ভবনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, ঘড়িসহ অন্যান্য মূল্যবান সামগ্রী সংরক্ষণ ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য সার্বক্ষণিক সহযোগিতায় থাকে সংগঠনটি। সংগঠনটির এমন স্বেচ্ছাসেবী কার্যক্রমে মুগ্ধ পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ভর্তি পরিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘবে ও শুভেচ্ছা জানাতে আমরা একাধিক উদ্যোগ গ্রহণ করেছি। ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে ছাত্রলীগের আধিপত্য থাকায়
বিগত সময়ে ভর্তি পরীক্ষায় অন্য সকল ছাত্র সংগঠনের কার্যক্রম ছিলো সীমিত। তবে এ বছর প্রশাসনের উদ্যোগে বুথের ব্যবস্থা থাকায় সকলে সমানভাবে তাদের কার্যক্রম চালাতে পারছে। যা প্রশংসার দাবিদার। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমরা পরীক্ষার্থীদের কলম উপহার দিচ্ছি।পাশাপাশি অভিভাবকদের জন্য বিশ্রামাগার, সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। এছাড়া সংগঠন সম্পর্কে সম্যক ধারণা পেতে ছাত্র ইউনিয়নের পরিচিতি উপহার হিসেবে প্রদান করেছি। এতে খুবই সাড়া পাচ্ছি।’