নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার হাওরাঞ্চল খ্যাত মোহনগঞ্জে বেকারত্ব দূরীকরণে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশন সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে চার শতাধিক প্রশিক্ষণার্থী তরুণ-তরুণী উপস্থিত ছিলেন
শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৩টায় মাওলানা আব্দুল হেলিম খান ফাউন্ডেশন আয়োজিত এ কর্মশালা উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল আওয়াল খান।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, ওসি মো. আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভুঁঞা।
কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহের নকরেক আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী পরিচালক সুবীর নকরেক। এছাড়া প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির প্রেসিডেন্ট ও সফল ফ্রিল্যান্সার আনোয়ার হোসেম, সফল ফ্রিল্যান্সার বিল্লাল চৌধুরী ও মো. সাদেক মিয়াসহ চারজন দক্ষ প্রশিক্ষক ও সফল ফ্রিল্যান্সার তরুণ-তরুণীদের প্রশিক্ষণ প্রদান করেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল আওয়াল খান বলেন, সুবিধা বঞ্চিত হাওরাঞ্চলের তরুণ-তরুণীরা যাতে ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ্লিকেশন ব্যবহার করে আয় করতে পারে। সেজন্য আজকের এই প্রশিক্ষণ। হাওরাঞ্চলকে আগামী ২০৩০ সালের মধ্যে ডিজিটাল হাবে যুক্ত করতে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, এটি একটি যুগোপযোগী কর্মশালা। বর্তমানে দেশের অসংখ্য তরুণ-তরুণী ফ্রিল্যান্সিং করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছেন। তথ্য প্রযুক্তির সময়ে দেশের সবজায়গায় দ্রুত গতির ইন্টারনেট পাওয়া যায়। হাওরাঞ্চলের ছেলে-মেয়েরাও এখন ঘরে বসেই ফ্রিল্যান্সিং করতে পারবে। এই কর্মশালা তাদের অনুপ্রেরণা দেবে। এমন কর্মশালা আরও বেশি বেশি হওয়া দরকার বলে জানান তিনি।