দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:

আসন্ন গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ ( সিওয়াইবি) ইবি শাখা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের হল, দোকান ও হোটেল গুলোতে অভিযান চালায় তারা।

এ সময় উপস্থিত ছিলেন সিওয়াইবি ইবি শাখার সভাপতি ত্বকী ওয়াসিফ ও সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিমসহ অন্য সদস্যরা। অভিযানে বিভিন্ন হল ডাইনিং ও হোটেলের এর খাবার পর্যবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার নিশ্চিত করা এবং খাবার দাম ও মান নিয়ন্ত্রণের বিষয়ে নির্দেশ দেন তারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ মুনিম বলেন, ‘শিক্ষার্থীদের জন্য খাবারের মান ও দাম নিয়ন্ত্রণে আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে থাকি। আজ আমরা ভর্তি পরীক্ষা উপলক্ষে অভিযান চালিয়েছি। ভর্তি পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সে জন্য আমরা সজাগ থাকব। সর্বোপরি শিক্ষার্থীদের সচেতনতামূলক ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।’

সংগঠনটির সভাপতি ত্বকী ওয়াসীফ বলেন, ‘ভর্তি পরীক্ষা উপলক্ষে আমাদের আজকের অভিযান। ভর্তি পরীক্ষার্থীদের জন্য যাতে মানসম্মত খাবার পরিবেশন করা হয়, অতিরিক্ত দাম যাতে না রাখা হয় সেই জন্য আমরা আজকে হলসহ জিয়া মোড়ের খাবারের দোকানগুলোতে তদারকি করেছি। খাবার ও খাবারের পরিবেশ যাতে সুন্দর রাখে সে জন্য দোকানগুলোর মালিকদের বলেছি, এর ব্যতিক্রম ঘটলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বসে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

উল্লেখ্য, খাবারের দাম ও মানসহ ভোক্তা অধিকার ক্ষুন্ন হয় এমন সমস্যায় যোগাযোগ করবেন।

যোগাযোগে,

ত্বকী ওয়াসীফ

সভাপতি, সিওয়াইবি

মোবা: ০১৭৫২৯৯৪৮০৫,

নিয়ামতুল্লাহ মুনিম

সাধারণ সম্পাদক, সিওয়াইবি

মোবা: ০১৭৯৭৯২৫৩৪৫

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version