নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় আবদুস সোবাহান (৫০) হত্যা মামলার আসামি এমদাদ হোসেনকে (৫২) মৃত্যুদন্ড ও আবুল হাসেম ওরফে আবুনি নামে অপর আরেক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে সাজাপ্রাপ্ত দুই আসামি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলের দিকে এই রায়ের আদেশ দেন নেত্রকোনার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান।
নিহত আবদুস সোবাহান সদর উপজেলার উত্তর বিলচুলঙ্গী (চন্দাপতিখিলা) গ্রামের বাসিন্দা ছিলেন। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এমদাদ হোসেন এবং যাবজ্জীবনপ্রাপ্ত আবুল হাসেম একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০১৯ সালের ৬ জুলাই রাত ১১টার দিকে আবুল হাসেমকে তাঁর চাচাতো ভাই রাসেল মিয়া মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেন। পরে ওই দিন রাতে গ্রামের সামনে একটি খেতে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়া হয়। পরদিন দুপুরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ওই স্থানে সোবাহানের ব্যবহৃত গামছা পড়ে থাকতে দেখে মাটি খুঁড়ে লাশ দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার দুদিন পর নিহতের বড় স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে আজ (বুধবার) বিকেলে বিচারক এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা পিপি মো. আবুল হাসেম। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. মজিবুর রহমান খান তালুকদার।