দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টা থেকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ও উপজেলার সকল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘণ্টা ব্যাপী শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জানান, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ, ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের শত শত শিক্ষার্থী প্রতিবছর উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আঠারবাড়ি কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়। এতে একদিকে যাতায়াত জনিত ভোগান্তি, অন্যদিকে বাড়তি খরচ ও নিরাপত্তার ঝুঁকি থাকে। অনেক শিক্ষার্থী আছে যাদের বাড়ি গ্রামে।

তাদের বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে গিয়ে পরীক্ষা দিতে হয়। শিক্ষার্থী জাকিরুল ইসলাম সোহান, পাভেল আহমেদ সরকার, মাহমুদ আহমেদ জীবন, রিসাদ আলী খান, শাহরিয়ার প্রত্যয়, আশরাফুল ইসলাম, রেদোয়ান হাসান, হাসান লোহানী, আনিসুর রহমান, শাহরিয়ার নাফিজ ও সারোয়ার হাসান সজিব জানান, “একজন পরীক্ষার্থী হিসেবে আমরা মানসিক চাপে থাকি। তার উপর দূরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া আমাদের জন্য দুঃসাধ্য। অনেক গরীব শিক্ষার্থী আছে যাদের প্রতিদিনের পরিবহন খরচ সংগ্রহ করতে গিয়ে অভিভাবকদের হিমশিম খেতে হয়। তাই আমরা চাই, উপজেলার ভিতরে এইচএসসি কেন্দ্র স্থাপন করা হউক।

এতে করে অনেক গরীব শিক্ষার্থীর সুবিধা হবে।” এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম জানান, “আমার প্রতিষ্ঠানে আট শতাধিক শিক্ষার্থী অনায়াসে পরীক্ষা দেয়ার প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষকমণ্ডলী এবং পরীক্ষা কক্ষের সকল সুযোগ-সুবিধা বিদ্যমান রয়েছে। যদিও এ প্রতিষ্ঠানে এইচএসসি পরিক্ষা কেন্দ্র হলে প্রতিষ্ঠানের দায়িত্ব বেড়ে যাবে। তবু দীর্ঘ ১৫/২০ বছর যাবত শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণের দাবীর প্রেক্ষিতে উপজেলা শহরে এইচএসসি পরিক্ষা কেন্দ্র হলে সকলের সুবিধা হবে বলে তিনি মনে করেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এদিকে, শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ও আশ্বাসে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version