দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

আওয়ামী লীগ সরকারের সাবেক আইজিপি বেনজীরসহ দুর্নীতিবাজ বিভিন্ন সরকারি কর্মকর্তাদের বিপুল পরিমাণ অবৈধ অর্থ বিদেশে পাচারে সম্পৃক্ততাসহ নানা অভিযোগে সাইদুল ইসলাম (৪২)-কে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। রোববার (২০শে এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহায়তায় সিলেট উপশহর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২১শে এপ্রিল) বিকেলে তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বড়লেখা সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ।

আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সাইদুল ইসলাম বড়লেখা পৌরসভার গাজীটেকা (আইলাপুর) এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে। বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার চোরাচালান, অবৈধ ব্যবসা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বিদেশে অর্থ পাচারের অভিযোগে সাইদুল ইসলামকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতে পাঠানো থানা পুলিশের ফরোয়ার্ডিং ও বিভিন্ন সূত্র জানায়, সাইদুল ইসলাম আওয়ামী লীগ সরকারের সময় থেকে স্বর্ণ চোরাচালান, হুন্ডি ব্যবসা, ভারতীয় গরু মহিষ পাচার সহ নানা অবৈধ ব্যবসার সাথে জড়িত রয়েছেন। এমনকি সাইদুল সাবেক পুলিশের আইজিপি বেনজীর আহমেদসহ অন্তত বিশজন দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার অবৈধ টাকা ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে নিরাপদে পাচার করতে সহায়তা করেন।

তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এসব অপরাধ কর্মকান্ড চালিয়েছেন। আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্রে তিনি লিপ্ত রয়েছেন বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিকট তথ্য রয়েছে। এই অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের নেতৃত্বে পুলিশ রোববার (২১শে এপ্রিল) ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট উপশহর এলাকার বাসা থেকে তাকে আটক করেন। সোমবার বিকেলে অবৈধ ব্যবসার নিয়ন্ত্রক সাইদুল ইসলামের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বড়লেখার সর্বস্তরের নাগরিকবৃন্দ পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও বিএনপি নেতা অধ্যাপক আব্দুস শহীদ খানের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক আব্দুন নুর তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন, প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি মীর মুহিবুর রহমান, আগর আতর ব্যবসায়ী দুবাই প্রবাসী বদরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলতাফ হোসেন, পৌর বিএনপি’র আহ্বায়ক মীর মখলিছুর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খসরু,সিনিয়র যুগ্মআহ্বায়ক নসিব আলী প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version