নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এক যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পৌরশহরে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহণ নেন।
অভিযানকালে সায়মা শহজাহান একাডেমি সংলগ্ন গেদু মিয়ার বাসায় পূর্বে সংঘটিত পতিতাবৃত্তির কিছু প্রমাণ পাওয়া যায়। তবে অন্যান্য বাসা ও রেস্ট হাউজগুলোতে তাৎক্ষণিকভাবে কোনো অসামাজিক কার্যকলাপের আলামত মেলেনি। অভিযান পরিচালনার সময় এলাকাবাসী প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানায় এবং নিয়মিত নজরদারির দাবি জানান।
উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমদাদুল হক তালুকদার জানান, “যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করা এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই স্থানীয়ভাবে কিছু এলাকায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠছিল। জনস্বার্থে এই অভিযান জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।