দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধূলা ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যতিক্রমী অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। দূর-দুরান্ত থেকে নারী-পুরুষেরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পেরে উৎসাহ উদ্দীপনা দেখা যায় সবার মাঝে।

প্রতিবছর এমন আয়োজনের অনুরোধ দর্শক ও খেলোয়াড়দের।  তিনদিনব্যাপি কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে জাতীয় খেলা হাডুডু, বালিশ, সুই সুতো, হাঁড়ি ভাঙা ও দড়ি প্রতিযোগিতাসহ ৯ ধরণের খেলার আয়োজন করে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।  প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে শিশু ও বয়স্কসহ নারী-পুরুষেরা অংশগ্রহণ করায় ও খেলাধূলা দেখে আনন্দিত উৎফুল্ল তারা।

মাদক, সন্ত্রাসের মতো সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে ও সুস্থ শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজ দেশের সম্পদ ও খেলাধুলার মাধ্যমে এ নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেয়ার পাশাপাশি বাধ্য হবে মাদকমুক্ত হতে।    বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি রাজশাহী বিভাগ সাংগঠনিক সম্পাদক  এ্যাড: সৈয়দ শাহীন শওকত।

এই সময় প্রধান অতিথি বক্তব্যে  এ্যাড: সৈয়দ শাহীন শওকত বলেন, যুবসমাজ চাইলে দেশের যেকোনো পরিবর্তন এনে দিতে পারে, সেটা জুলাই-আগস্টে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার মাধ্যমে বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে। ভারতসহ পশ্চিমাদেশ থেকে বাংলাদেশে শিল্পী এনে বড় ধরণের কনসার্ট হতো। কিন্তু বুঝতে পারা যেতো না তাদের ভাষা। দেশীয় সংস্কৃতি ও খেলাধূলার মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবে হারানো দিনের ঐতিহ্যকে।

 এই সময়  উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াত উদ্দৌলা, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মবিনুর রহমান মিঞা, যুগ্ম আহবায়ক এরশাদ আলী বিশ্বাসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। খেলার ছলে হলেও পরিণত হয়েছে মিলনমেলায়। হারিয়ে যাওয়া বাঙালীর পুরনো সংস্কৃতি ধরে রাখতে আয়োজকরা প্রতিবছরই এমন আয়োজন করবে এমনটাই প্রত্যাশা সকলের।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version