বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫০জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখা। এতে প্রতি মাসে ন্যূনতম এক হাজার টাকা করে বছরে ৬ লাখ টাকা তাদের প্রদান করবেন বলে জানান সংশ্লিষ্টরা।
রবিবার (২০ এপ্রিল) শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিশেষ ঘোষণায় এ তথ্য জানা যায়।
ঘোষণায় বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার ছাত্রকল্যাণ বিভাগ কর্তৃক “শিক্ষাবৃত্তি প্রকল্প ২০২৫” এর কার্যক্রম চলতি মাস থেকে শুরু হয়েছে। যাচাই-বাছাই ও সামগ্রিক বিবেচনায় প্রাথমিকভাবে প্রায় ৫০ জনকে এক বছর মেয়াদে বৃত্তি প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। ছাত্রকল্যাণ বিভাগের সক্ষমতার আলোকে পরবর্তী সময়ের বৃত্তি প্রদানের সংখ্যা বাড়তে পারে।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারির ইউসুব আলী বলেন, আমরা মেধা, আর্থিক অসচ্ছলতা ও পারিবারিকভাবে স্বাবলম্বী নয় এমন শিক্ষার্থীদের বিবেচনা করে শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে প্রাথমিক ভাবে ৫০ জন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি পাবেন। যেখানে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থী অন্তর্ভুক্ত আছে। আমরা তাদেরকে প্রতি মাসে ন্যূনতম এক হাজার টাকা করে বছরে ৬ লাখ টাকা প্রদান করবো।
শিক্ষাবৃত্তি প্রদানের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে শাখা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ বিভাগের এই প্রচেষ্টা। ইসলামী ছাত্রশিবির সবসময়ই ছাত্রদের কল্যাণে কাজ করে আসছে এবং এই শিক্ষাবৃত্তি প্রকল্প সেই ধারাবাহিকতারই অংশ। আমি বিশ্বাস করি, এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত “শিক্ষা বৃত্তি প্রকল্প ২০২৫”এর আবেদনের সময় নির্ধারণ করে সংগঠনটি।এই কর্মসূচির আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (অনার্স) পর্যায়ের শিক্ষার্থীদের এক বছরে প্রতি মাসে ন্যূনতম ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেন তারা।