নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নানা আয়োজনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ইস্টার সানডে পালিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন উপাসনালয়ে দেশ ও জাতির কল্যানে প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও ধর্মীয় সঙ্গীত পরিবেশনসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষ্যে সকাল থেকেই উপজেলার বিভিন্ন চার্চে খ্রীস্ট ধর্মালম্বী ভাই-বোনেরা জড়ো হতে থাকে। পরে দেশ ও জাতির কল্যানে শুরু হয় প্রার্থনা। পরবর্তিতে হিংসা-বিদ্বেষ-সহিংসতা থেকে দূরে থাকার জন্য ধর্মীয় সঙ্গীত ও আলোচনা করা হয়।
পরিশেষে আবারো বাংলাদেশের সুখ-সমৃদ্ধি ও দেশের মানুষের কল্যানে বিশেষ প্রার্থনা করা হয়। একইসাথে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্যেও প্রার্থনা করা হয়। জিবিসি চার্চে প্রার্থনা পরিচালনা করেন, রেভারেন্ট স্টিফেন আশিষ রেমা।
স্থানীয় পুরোহিত পাস্টার মাইকেল প্রদীপ বাউল বলেন, পৌরসভাসহ উপজেলায় প্রায় ৬৫টি গির্জা রয়েছে। রোববার ভোরে সুর্যোদয় প্রার্থনা শেষে খ্রিস্ট ভক্তরা গির্জায় আসতে শুরু করেন। পরে দেশ ও জাতির কল্যানে প্রার্থনার মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠনিকতা শুরু হয়।
ফাদার জীবন কুমার রাংসা বলেন, ইস্টার সানডে কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসার দিন। এই দিনে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে সকলে একসাথে আনন্দ ভাগ করে নেয় এবং নতুন করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়। পরবর্তিতে পবিত্র বাইবেল থেকে পাঠ, যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস নিয়ে আলোচনা, প্রসাদ বিতরণ, ধর্মীয় কীর্তন পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকালে দেশ ও জাতির কল্যাণ এবং অসুস্থ্য রোগীদের জন্য বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে দিবসের সমাপ্তি ঘটে।