দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বিপ্লব হোসেন , ইবি প্রতিনিধি :
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) র‍্যালি ও মানববন্ধন করেছে জাতীয় শিশু কিশোরদের সংগঠন ফুলকুঁড়ি আসর (তারার মেলা শাখা)।

রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে প্রতিবাদ র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আসর (তারার মেলা শাখা) পরিচালক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আহমাদ আব্দুল্লাহ, ইবি বিএনসিসি ক্যাডেটের(সেনা শাখা) সিইউও আহসান জুবায়ের, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সাকসেসের পরিচালক রায়হান জামিলসহ শতাধিক শিশু কিশোর।

প্রতিবাদ র‍্যালিতে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন,’ ‘From the River to the Sea, Palestine wil be free,’ ‘ওয়ান টু থ্রি ফোর, জেনোসাইড নো মোর,’ ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ,’ ‘আল আকসা আল আকসা, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় তাদের।

ফুলকুঁড়ি আসর (তারার মেলা) শাখার পরিচালক
আহমদ আবদুল্লাহ বলেন,‘আমরা এখানে উপস্থিত হয়েছি ইসরায়েল কতৃক ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ বন্ধের প্রতিবাদে। প্রতিদিন অনেক ফিলিস্তিনি শিশু নিহত হচ্ছে ইসরায়েল বাহিনী কতৃক।
একদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে।পৃথিবীর প্রতি প্রান্তে ফিলিস্তিনিরা স্বাধীনভাবে টিকে থাকবে। ইসরায়েল ফিলিস্তিনদের হত্যা করে না তারা আমাদের হৃদযে আঘাত করে।’

বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সাকসেসের পরিচালক রায়হান জামিল বলেন, ‘১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ফিলিস্তিনদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনদের হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকান্ডের প্রতিবাদ জানাই।  আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই, আপনারা অনতিবিলম্বে হত্যাকান্ড বন্ধে দ্রুত কার্যকারী ব্যাবস্থা গ্রহণ করেন।’

মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অতি দ্রুত গণহত্যা বন্ধ করার আহ্বান জানান। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জোর দাবি জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version