দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের মাধারণ সম্পাদক, দৈনিক সংগ্রাম ও দৈনিক সাতমাথা পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবু হাসান (৪৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।
১৭ এপ্রিল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন।
১৬ এপ্রিল বুধবার পেশাগত দায়িত্ব পালনকালে বিকেলে উপজেলার বেড়াখাই নামক স্থানে ষ্ট্রোক করলে তাকে গুরুত্বর অসুস্থ অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন।
মৃত্যুকালে স্ত্রী ১ পুত্র ১ কন্যা সহ অসংখ্য গুনাগ্রী রেখে গেছেন।
তার এই অকাল মৃত্যুতে শোকশপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম রুহুল আমিন, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হাই, আব্দুল হালিম সাবু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার সহ আরো অনেকে।
আজ বাদ আছর মরহুমের নিজগ্রাম উপজেলার পাটাবুকা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version