দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বিপ্লব হোসেন,ইবি প্রতিনিধি:
‘এবারের বৈশাখের স্বপ্ন ও শপথ আগামীর বৈষম্যের বাংলাদেশ’এই প্রতিপাদ্যে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৬ এপ্রিল)বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে এসে সমাপ্ত হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ছাত্রসংগঠনসহ সহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

এ সময় শিক্ষার্থীরা বাঙালি ঐতিহ্য তুলে ধরতে নিজেদের নানান সাজে সজ্জিত করে। গরুর গাড়ি,মহিষের গাড়ি, কৃষক, জেলে, বর- কনে সাজে। এছাড়াও বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও ২৪শের গণ অভ্যুথানের চিত্র তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মনিরুজ্জামান বলেন, নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ যে উৎসবমুখর পরিবেশে এই দিনটি উদযাপন করা হয়েছে, তা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। দেশীয় পোশাক, লোকজ উপাদান এবং ঐতিহ্যবাহী প্রতীকসমূহে শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের সংস্কৃতির প্রতি ভালোবাসার পরিচয় বহন করে। বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে এমন আয়োজন অত্যন্ত জরুরি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আশা করি, ভবিষ্যতেও এ ধরনের বর্ণাঢ্য আয়োজন অব্যাহত থাকবে।

আনন্দ শোভাযাত্রা শেষে উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘বাংলা নববর্ষে বাঙালি এবং বাংলাদেশি সংস্কৃতির ধারাবাহিকতায় সর্বত্র এ অনুষ্ঠান পালন হয়। তারই অংশ হিসেবে আমাদের এই আয়োজন। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের পরে এই নতুন বাংলাদেশে ঐক্য, শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ। এই ঐক্য নিয়ে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণায় উত্তরোত্তর সামনে দিকে নিয়ে যাবো।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version