দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্প (এলডিডিপি) এর অধীনে খামারিদের মাঝে প্রাণি হৃষ্টপুষ্টকরণে ব্যবহৃত বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার গন্ডা ইউনিয়নের বঙ্গানিয়া বাজারে গন্ডা ও সান্দিকোনা ইউনিয়নের প্রোডিউসার গ্রুপ (পিজি) সদস্যদের মাঝে ট্রলি, ল্যাক্টোমিটার, বার্মিজ ও বেলচা বিতরণ করা হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, সান্দিকোনা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এলএসপি কামাল আহমেদ, গন্ডা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এলএসপি হুমায়ুন কবির রিটন, এলএফএফ (লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর) প্রদীপ দত্ত অভি এবং প্রোডিউসার গ্রুপের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মো. মতিউর রহমান বলেন, সরকার প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে খামারিদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।

উল্লেখ্য, এলডিডিপি প্রকল্পটি ২০১৯ সালের ১ জানুয়ারি শুরু হয়ে ২০২৫ সালের ৩০ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন উপজেলায় খামারিদের প্রশিক্ষণ, উপকরণ সরবরাহ ও পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় খামারিরা আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক উপায়ে পশু পালন করে নিজেরা স্বাবলম্বী হবেন এবং স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version