গাইবান্ধা প্রতিনিধি ।।
গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় জমি-জমা দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান।পরিকল্পিত ভাবে যাতায়াত রাস্তা বন্ধ করে দেওয়ায় বাধা দিলে বাড়িতে হামলা করে। এই বিষয়ে থানায় অভিযোগ করায় আজাদুল শেখের স্ত্রী শিউলি বেগমের পথরোধ করে নয় বছরের শিশু শিপনকে সন্ধ্যা সময় ছিনিয়ে নিয়ে যায় প্রতিপক্ষ। এলাকাবাসীর মধ্যে বিষয়টি জানাজানি হলে খোঁজাখুজির একপর্যায়ে ভুট্টা খেত থেকে বাচ্চাটির গোংরানোর শব্দ আসলে লোকজনরা উদ্ধার করে।
পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ শিশুটিকে পরিবারের জিম্মায় দেয় বলে অভিযোগ সূত্রে উল্লেখ করা হয়। প্রতিপক্ষ ছাইদার গং বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করার পর থেকেই বাদীকে বিভিন্ন সময়ে দেওয়া হচ্ছে হুমকি। এবিষয়ে পলাশবাড়ী থানা ডিউটি অফিসার অভিযোগ বিষয় জানতে চাইলে তিনি হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সাথে যোগাযোগ করতে বলেন।
জানাযায়,পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের আনছার আলী ছেলে আজাদুল শেখের সাথে একই এলাকার প্রতিবেশী ছাইদার রহমান গং এর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আদালতে মামলা চলে আসছে। এরপর থেকেই দুপক্ষের মধ্যে শত্রুতায় রুপ নেয়। এরই ধারাবাহিকতায় গত (৩০ মার্চ) আনুমানিক সারে চারটার দিকে রাস্তা বন্ধ করে দেয় প্রতিপক্ষ ছাইদার গং, বাধা দিলে আজাদুল শেখের ঘরবাড়ির বেড়া ভাংচুর করে সেই সাথে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময়ে হুমকি-ধামকি দেওয়াসহ নানা ভাবে হয়রানী করে আসছে বলে অভিযোগ করেন আজাদুল শেখ।
নিজের পরিবারের নিরাপত্তার স্বার্থে ৩ জনের নাম উল্লেখ করে পলাশবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন ১। মোঃ সাইদার রহমান. ২। সাজু মিয়া উভয়ের পিতা মৃত্যুঃ ওহিদ উল্লা,ও ৩। মোঃ মোনারুল ইসলামসহ আরও অনেকে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ অটোরিকশা চালক আজাদুল শেখকে থামিয়ে জলের মোড় নামক এলাকায় মারধর করে ও অটো কেড়ে নেয়।
পরে লোকজন জড়ো হলে আজাদুল শেখকে অটোসহ ছেড়ে দেয় প্রতিপক্ষ। এদিকে গুম ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হবে বলে বাদীকে হুমকি দিচ্ছে। ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন আজাদুল শেখ । । আজাদুল শেখ তার পরিবারের সুষ্ঠু বিচারের দাবিতে আরও একটি অভিযোগ গাইবান্ধা পুলিশ সুপার মহোদয় বরাবরে দাখিল করেন ।