দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে গাজায় ইসরায়েলি কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১এপ্রিল’২০২৫) বাদ জুম’আ সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজের প্রধান গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি টাঙ্গাইল-আরিচা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বেবী স্ট্যান্ড চত্বরে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ফিলিস্তিনে দখলদার ইসরাইলী বাহিনীর হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা আমীর মাওলানা মো.রফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইল যে হামলা ও গণহত্যা চালাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। নির্মম এ গণহত্যা ও মানবিক বিপর্যয়ের ভয়াবহতা দেখেও পশ্চিমা বিশ্বের দেশগুলো উদাসীন ও নির্বিকার। ইসরাইলী আগ্রাসী অভিযান ও গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক মহল তথা জাতিসংঘ, পশ্চিমা বিশ্ব, ওআইসি এবং আরব দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান। এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো.রফিকুল ইসলাম,উপজেলা যুব বিভাগের সভাপতি ডা.এম.এ.মান্নান,উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী হাফেজ আজিম উদ্দীন,উপজেলা ছাত্রশিবির সভাপতি তোফায়েল আহমেদ,উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক কোরবান আলী,নাগরপুর সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মো.ইমরান হোসাইন,গয়হাটা ইউনিয়ন জামায়াত সভাপতি অধ্যাপক আজিজুর রহমান,বেকড়া ইউনিয়ন জামায়াত সভাপতি মো.শামছুল হক,সলিমাবাদ ইউনিয়ন জামায়াত সভাপতি মো.দেলোয়ার হোসেন,মামুদনগর ইউনিয়ন জামায়াত সভাপতি হাফেজ মাসুদুর রহমান,গয়হাটা ইউনিয়ন যুব সভাপতি মো.সাহেদ আলী,নাগরপুর সদর ইউনিয়ন যুব সভাপতি মেজবাহুল এহসান শোভনসহ নাগরপুরের তৌহীদি জনতা।

উল্লেখ্য-গত ১৮ মার্চ ২০২৫ থেকে ইসরাইলি সেনাবাহিনী যুদ্ধবিরতি ভেংগে গাজায় নতুন করে প্রাণঘাতী আক্রমণ শুরু করেছে। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইল বাহিনী নৃশংস হামলায় ৫০ হাজার ৮০০ জনেরও বেশী ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছেন।এদের মধ্যে বেশী ভাগই নারী ও শিশু।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version