পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
৭৩ বোতল ফেন্সিডিল ও ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ চুরি ও বিভিন্ন অপরাধ মামলার ৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। বুধবার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধাবার রাত ৮টা দিকে শহরের পূর্ব চৌাস্তায় প্রিয়াংকা হোটেলের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ৭০ বোতল ফেন্সিডিল সহ দুই জনকে গ্রেপ্তার করা হয় ।
এরা হলেন-চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ গ্রামের পাচু মিয়ার ছেলে তমাছউদ্দীন ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের ইউসুব আলীর ছেলে আশরাফুল আলম। অপর দিকে বুধবার বিকালে উপজেলার দস্তমপুর গ্রামে মাদক কেনা বেচার সময় ৩ বোতল ফেন্সিডিল সহ একই এলাকার সুরুজ আলীর ছেলে রুপচান আলীকে গ্রেপ্তার করা হয়।
পরে রাতে অভিযান চালিয়ে একই এলাকা থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দস্তমপুর গ্রামের বিরেনের ছেলে জয়দেব রায় ও কাফির ছেলে হাসিবুলকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এছাড়াও চুরি মামলার আসামী রাবিব ও গ্রেফতারি পরোয়ানার এক নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।