উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
তারেক রহমান ঘোষিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মগটুলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে নবাবগঞ্জ বাজারে ওই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় মগটুলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরহাদ উদ্দিন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
উপজেলা বিএনপি’র সদস্য মোজাহিদুল ইসলাম, জাকির হোসেন নয়ন ও উসমান গনী বকুলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর-রশিদ, ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, অ্যাডভোকেট সাহজাহান কবীর সাজু, শরিফ আবেদীন জায়েদী, নিজাম উদ্দিন, আজিজুল হক বাদল, মগটুলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, যুবদল নেতা আল-আমিন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হেসেন চকদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফায় বাংলাদেশের সকল শ্রেণী পেশা মানুষের কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্র কাঠামো গঠনে এই ৩১ দফা বাস্তবায়ন হলে এর সুফল সকল জনগণ ভোগ করবে। তাই জনগণের মাঝে আমরা ৩১ দফা সম্পর্কে প্রচার ও আলোচনা করে যাচ্ছি।
দেশের জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে প্রমাণ করেছেন অন্যায়, অত্যাচার, জুলুম করে কেউ টিকে থাকতে পারে না। এ সময় বক্তারা আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি দেশের সকল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।