দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হলেন ডাঃ ফাতেমা আক্তার (যুথি)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ আব্দুর রউফের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তিনি এ দায়িত্বে নিযুক্ত হন। অত্যন্ত মেধাবী ও জনবান্ধব ডাঃ ফাতেমা আক্তার (যুথি) রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে বসুন্ধরা আদ দিন মেডিকেল কলেজ হাসপাতাল,ঢাকায় চিকিৎসক হিসেবে কর্ম জীবন শুরু করেন।

মাতুয়াইল মাতৃ ও শিশু সদনে গাইনি ও প্রসূতি বিভাগে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে গাইনি ও প্রসূতি বিভাগে প্রায় দুই বছর কর্মরত ছিলেন। পরবর্তীতে পিজি হাসপাতাল থেকে গাইনি ও প্রস্তুতি বিভাগে উচ্চতর ডিগ্রী শেষ করে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ও কনসালটেন্টের পদমর্যাদা লাভ করেন।

দীর্ঘ এক যুগের বেশি কর্মজীবনে তিনি দেশ ও বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি সিসিডি, সিপিআর ও সি- আল্টা সহ বিভিন্ন সার্টিফিকেট কোর্স সফলভাবে সম্পন্ন করেন। বর্তমানে তিনি বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাউফল উপজেলার একমাত্র গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version