কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক গ্রুপ গঠন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ই এপ্রিল) কটিয়াদী উপজেলার পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, কৃষি ও কৃষকদের স্বার্থ সুরক্ষায় প্রতিটি কৃষক গ্রুপ ৩০ সদস্য বিশিষ্ট হবে, যার মধ্যে ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী থাকবেন। গ্রুপের সদস্যরা নিজেদের জমানো টাকা ব্যবহার করে স্বাবলম্বী হবেন এবং তাদের এক বছরের জমানো টাকার সমপরিমাণ অর্থ ব্র্যাক ব্যাংকের তহবিল থেকে প্রদান করা হবে।
এর ফলে কৃষকরা সমন্বিত চাষাবাদ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কৃষিক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মোঃ হাদিউর রহমান,উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারণ অফিসার আরিফ হোসেন সানি,উপজেলা সমবায় অফিসার মোঃ জিল্লুর রহমান,কটিয়াদী ব্লকের উপ-সহকারি মাইনুল ইসলামসহ আরও অনেকে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (পিআরএল) কৃষিবিদ ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস। এ সময় সকল ব্লক কর্মকর্তা,কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন।উক্ত সভার সার্বিক সহযোগিতায় ছিল ব্র্যাক ব্যাংক।