দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-
নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমিতে স্থানীয় ব্যক্তি পরিচালক হিসেবে নিয়োগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পৌর শহরের বিরিশিরি কালচারাল একাডেমির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার পাঁচ শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের লোকজন ও স্কুলের শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধনে আদিবাসী নেতা হেমিংটন কুবির সঞ্চালনায় এবং আদিববাসী নেতা বিন্যামিন আরেং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষাবিদ ও আদিবাসী গবেষক মনিন্দ্র নাথ মারাক, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের সহ:প্রধান শিক্ষক বিশ্বজিৎ রংদী, দুর্গাপুর উপজেলা টিডব্লিউএর চেয়ারম্যান গিলবার্ট চিসিম, কলমাকান্দা উপজেলা টিডব্লিউএর সাধারণ সম্পাদক বুথুয়েল কুবি, আদিবাসী নেতা বারেন্দ্র দ্রং, হাজং উন্নয়ন সংগঠনের নেতা সাগর হাজংসহ অনেকেই।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৭ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থানীয় আদিবাসীদের জীবনমান উন্নয়ন ও সাংস্কৃতিক এতিহ্য রক্ষায় প্রতিষ্ঠা করেছেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমি। বিগত ৪৮ বছর পেরিয়ে গেলেও একাডেমি ও ক্ষুদ্র জাতী গোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় তেমন কোন উন্নয়ন হয়নি। দলীয় প্রভাব খাটিয়ে একাডেমির পরিচালক নিয়োগ হওয়ায় যোগ্য আদিবাসী ব্যক্তিরা বঞ্চিত হয়েছে। আমরা জানতে পেরেছি, অন্য উপজেলার একজনকে এই বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক পদে পাঠানো হয়েছে।
দুই উপজেলার আদিবাসীদের জোর দাবী, ওই প্রস্তাবনা বাদ দিয়ে, স্থানীয় উচ্চ শিক্ষিত ও সমাজসেবক ড. অঞ্জন কুমার চিছামকে অত্র একাডেমির পরিচালক পদে নিয়োগ দেয়ার জোর দাবী জানাচ্ছি এদিকে মানববন্ধনে তারা আরও জানায়, তাদের দাবী না মানা হলে, পরবর্তিতে সকল আদিবাসীদের নিয়ে, কঠোর কর্মসুচীর ঘোষণা দেওয়া হবে।
এ ব্যাপারে স্থানীয় বিএনপি‘র নেতৃবৃন্দরা বলেন, যেহেতু স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মধ্যে উচ্চ শিক্ষিত ও সমাজসেবক ড. অঞ্জন চিছাম রয়েছেন, সেহেতু অত্র উপজেলার বাহির থেকে পরিচালক পদে কাউকে নিয়োগ দিলে স্থানীয় আদিবাসীদের মাঝে অসন্তোষ দেখা দিবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।