দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরাইলের  আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত। সোমবার  (৭ এপ্রিল) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে ফিলিস্তিনের গাজায় জনগণের প্রতি প্রতিকী সংহতি সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইন এবং ভূমি ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, এগ্রিকালচার এক্সটেনশন এন্ড রুরাল ডেভলপমেন্ট বিভাগের প্রফেসর ড. মামুন-উর-রশিদ, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড.শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন,জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি ডাইরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ, এমবিএর ছাত্র মোঃ রাতুল,এনএফএস অনুষদের ছাত্র মোঃ জয় ভাঙ্গী,সিএসই অনুষদের ছাত্র মোঃ তানভীর, ভূমি ব্যবস্থাপনা অনুষদের ছাত্র মোঃ খোকন, কর্মচারী প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম । জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি ডাইরেকটর মোঃ মাহফুজুর রহমান সবুজ বলেন, গাজা উপত্যকা আজ মৃত্যু উপত্যকায় পরিনত হয়েছে। দখলদার ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে গাজার চিহ্ন মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে। গত দেড় বছরের আগ্রাসনে পঞ্চাশ হাজার ছয় শত প্রানহানী ঘঠেছে, আহত সোয়া লাখেরও বেশী।

বিশেষ অতিথির বক্তব্যে প্রোভাইস চ্যান্সেলর ড. এসএম হেমায়েত জাহান বলেন, ইসরাইলের ববোর্রোচিত হামলায় গাজা আজ জনশূন্যে পরিনত হয়েছে। তিনি ইসরাইলের সকল পন্য বয়কটের জন্য পবিপ্রবির সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আহবান জানান। বাংলাদেশ সরকারকে ইসরাইল ব্যতীত সকল  পাসপোর্ট গ্রহণের দাবী জানান এবং অবিলম্বে ইসরাইল সহ বিশ্ববিবেককে যুদ্ধ বন্ধের আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. কাজী রফিকুল ইসলাম বলেন, যারা পৃথিবীতে মানবতার কথা বলে,শান্তির কথা বলে তারাইআজকে ইসরাইলের মদদদাতা । সারা বাংলাদেশ ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদে ফুলে ফেপে উঠেছে। সারাদেশে সাধারন ছাত্র জনতার কাছে এর প্রতিবাদে ঝড় উঠেছে। তিনি দ্ব্যর্থহীনকন্ঠে বলেন, ফিলিস্তিনিদের প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। পবিপ্রবি ক্যাম্পাসে ও বাসা বাড়িতে ইসরাইলের পন্য ব্যবহার থেকে বিরত থাকার জন্য শিক্ষক কর্মকর্তা,ছাত্র ছাত্রী,কর্মচারীদের প্রতি আহবান জানান । তিনি অবিলম্বে ইসরাইলকে যুদ্ধ বন্ধের দাবী জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version