মশিউর রহমান, জামালপুর!!
ফিলিস্তিনের গাজায় ইসরায়িলের বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা কমিটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার পৌরবাস টার্মিনাল এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষীন করে আরামনগর বাজার এলাকায় এসে শেষ হয়।
বিক্ষোভকারীরা জানায়, ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ববিবেক নির্বিকার। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে। যদি এই নিপীড়ন চলতে থাকে, তবে কয়েক দশকের মধ্যেই ফিলিস্তিন বিশ্বমানচিত্র থেকে মুছে যেতে পারে। তারা আরও বলেন, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে মুসলমানদের উপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ শুরু করা উচিত।
অনতিবিলম্বে এই হত্যা বন্ধ করতে হবে। যেসব দেশ এমন গণহত্যা দেখে নিশ্চুপ তাদেরও বয়কট করতে হবে। অনতিবিলম্বে মুসলিম দেশগুলোকে এক কাতারে এসে এই গণহত্যার প্রতিবাদের আহ্বান করেন তারা। এসময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান তারা।
এ সময় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামির উপজেলার মোকলেছুর রহমান জমিরী, ইসলামী আন্দোলন উপজেলা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাইদ কাশিমী, স্টেশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুনায়েদ হোসেন, মুফতি কামরুজ্জামান, মাওলানা সাইদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহব্বায়ক তারিকুল ইসলাম রনি, সদস্য সচিব সাবের হোসেন বিপুলপ্রমুখ।