জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকালে এনসিপি’র আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জমির আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন।
এ উপলক্ষে আরামনগর কামিল মাদরাসা সংলগ্ন নতুন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। ব্যবসায়ী আনোয়ারুল কবীর সোহাগের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের কনসালটেন্ট ডা. মোশারফ হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আকুল মিয়া, উপজেলা শাখা আহ্বায়ক তারিকুল ইসলাম রনি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুল।