নিজস্ব প্রতিবেদক: “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”- এ প্রতিপাদ্যে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায়সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমদাদুল হক তালুকদার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজকল্যাণ কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রাক্তন উপজেলা ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা ,নাট্যরত্ন রাখাল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর বিএনপি’র সভাপতি খোকন ডিলার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুবদল নেতা শান্তি খান, দ্রুততম মানব মো. নাসিম প্রমুখ।
বক্তারা বলেন, সুস্থ, সবল ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তারা শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন এবং তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়ার ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়াবিদ, সংস্কৃতিকর্মী, যুব সংগঠনের সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয়।