দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গৌরবময় গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্রি মেডিকেল চেকআপ, ঈদ উপহার প্রদান এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অনুষ্ঠান শেষে আহত ও শহীদ পরিবারের কাছে হাদিয়া সহ ঈদ উপহার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে মেডিকেল চেকআপ ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সদস্য ও সাবেক সাংসদ শাহ নূরুল কবির শাহিন, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কবির রেনু, জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত সাংবাদিক রুহুল আমিন রিপন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসানুর রহমান সজিব, শহীদ আশিকুল রাব্বির পিতা আব্দুল খালেক সরকার, সম্বনয়ক হাসানুর রহমান সজিব, নাগরিক কমিটি ময়মনসিংহ জেলার প্রতিনিধি মোজাম্মেল হক প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারের সদস্যগন সহ জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সম্বনয়কগণ, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শহীদ আশিকুল রাব্বির পিতা আব্দুল খালেক সরকার বলেন, “ছেলেকে হারিয়ে আমি আজো শোকাহত। কিন্তু আজকের এই সম্মান আর ভালোবাসা আমাকে শান্তি দিয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবাইকে সঙ্গে নিয়ে ভাগ করে নেওয়া যায়। ঈশ্বরগঞ্জের এই সাহসী ইতিহাস যারা গড়েছেন, আমরা সবসময় তাদের পাশে থাকবো—এটাই আমাদের অঙ্গীকার। যারা মানুষের অধিকারের জন্য জীবন দিয়েছেন, যারা গুলির আঘাতে আহত হয়েছেন—তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকের এই আয়োজন করতে পেরে আমি গর্বিত।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version