নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জমির ফসল রক্ষায় গাছের ডাল ছাঁটাই করায় চাচাতো ভাই-ভাতিজাদের আঘাতে মো. ইউনুছ মিয়াকে (৪০) গুরুতর হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আহতের পরিবারের দাবী অন্ধকারে মৃতভেবে ভুক্তভোগীর চাচাতো ভাই-ভাতিজারা চলে যায়।
গুরুতর আহত মো. ইউনুছ মিয়া কলমাকান্দার কৈলাটী ইউনিয়নের দক্ষিণ কান্দাপাড়া গ্রামের মৃত মাওলানা আইয়ুব আলীর ছেলে।
শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত এ ঘটনায় থানায় অভিযোগ জমা পড়েনি বলে জানান থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন।
এরআগে গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দক্ষিণ কান্দাপাড়া গ্রামের ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আমিন মিয়া (৪৫) এবং তার দুই ছেলে হেলিম (২৪) ও হালিম (২০) একই গ্রামের গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, অভিযুক্ত আমিন মিয়ার বসতবাড়ির পাশেই জমিতে ধান চাষ করেন ভুক্তভোগী ইউনুছ মিয়া। জমির আইল ঘেঁষে লাগানো রেইন্ট্রি গাছের ডালপালায় ফসলের ক্ষতির কারণে গাছের ডাল ছাঁটাই করেন ভুক্তভোগী। এটাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডা হলে গ্রামের লোকজন মিমাংসা করে দেন। গত শুক্রবার রাতে সিধলী বাজার থেকে বাড়ি ফেরার পথে ঈদগাহ মাঠের পাশে অন্ধকারে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আমিন মিয়া ও তার দুই ছেলে। এলোপাথাড়ি কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে মৃত ভেবে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে মমেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন, এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ লিখিত অভিযোগ পায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।