দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জয়পুরহাট প্রতিনিধি, ০৬ মার্চ:

 

 

জয়পুরহাটে সরকারি ছুটির দিনেও গর্ভবতী মা, প্রসূতি ও শিশুদের চিকিৎসা সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জয়পুরহাট মা ও শিশু কল্যান কেন্দ্র। এর অংশ হিসাবে ঈদুল ফিতরের ছুটিতেও জরুরী চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

 

জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ কামাল হোসেন জানান, বিষয়টি অনেক গর্ভকালীন মা ও তাদের অভিভাবকদের কাছে অজানা হলেও ছুটির দিনগুলোতেও তাদের চিকিৎসেবা চালু রয়েছে ও ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় গেল ঈদুল ফিতরের বেশ লম্বা ছুটির মধ্যেও জেলা শহরের মাতৃমঙ্গল কেন্দ্রসহ জেলার ৫টি উপজেলার সংশ্লিষ্ট স্বাস্ব্য কেন্দ্রের মাধ্যমে মা ও শিশুর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

 

ঈদুল ফিতরের ছুটির মধ্যে জেলায় ১১০ জন গর্ভবতী মা, ২০ জন শিশু ও ১০ জন কিশোরীকে নিয়মিত চিকিৎসা প্রদান করা ছাড়াও ২৫ জন মাকে জন্মনিয়ন্ত্রন পদ্ধতি এবং ২০ জন নারীকে সাধারন চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।

 

এ সেবা নিরবিচ্ছিন্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক ।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version