এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলে নাগরপুরের কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উপজেলা শাখার আয়োজনে মাদ্রাসার ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকালে উপজেলা সদরের বিখ্যাত ফাস্টফুড কুটুম বাড়িতে উপজেলা ক্যাবের আহবায়ক আব্দুল্লাহ খিজিরের সভাপতিত্বে ও সদস্য সচিব জসিউর রহমান লুকনের সঞ্চালনায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ক্যাবের নেত্ববৃন্দের মধ্যে যুগ্ন আহবায়ক মোঃনুরুজ্জামান রানা,যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম,সদস্যদের মধ্যে- খালেদ মাহমুদ সুজন,ডা.এম.এ.মান্নান, ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম,রাকিবুল হাসান, মো.আনিছ খান,মহিদুল রাশেদ,মোঃ শওকত হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সহ সভাপতি মো.শহিদুল ইসলাম,সাধারন সম্পাদক গোলাম মোস্তাফা গোলাম,সহ সাধারন সম্পাদক মো মোশারফ হোসেন,ডিজিএফআই মোস্তাফিজুর রহমান,সাংবাদিক আজিজুল হক বাবু প্রমুখ। পরে ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। উল্লেখ্য-১৯৭৮ সাল থেকে সাধারন ভোক্তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে ক্যাব।এটি একটি বেসরকারি অমুনাফা ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠিত সংগঠন।এই কমিটি ভোক্তাদের অধিকার আদায়ে সর্বদা কাজ করবে,ইনশাআল্লাহ।