বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ২৬ মার্চ (বুধবার) সকালে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় দুপুরে বকশীগঞ্জ উপজেলার সরকারি গণগ্রন্থাগারে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা সভাপতিত্বের দায়িত্বে ছিলেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, মতিউল ইসলাম, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আসমা লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন প্রমুখ। এছাড়াও উপজেলা জামায়াতের আমীর শফিকুল্লাহ বিএসসি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল হামিদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ আলীসহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।