মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। ২৬ মার্চ ভোরে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, গ্রন্থাগারিকসহ বিভিন্ন অফিস প্রধানদেন নিয়ে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রত্যয়, ৭১ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন।এ ছাড়া ক্যাম্পাসস্থ বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ মন্দিরে প্রার্থনা এবং বাদ যোহর বিশ্বিবদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।তাছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মন্দিরে প্রার্থনা, মসজিদে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল এবং রাত ১১টা থেকে ১১ টা ১ মিনিট ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়।সকল কর্মসূচিতে বিশ্বিবদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশগ্রহন করেন।