মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে নেত্রকোনার আটপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসন আয়োজনে, প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ শুচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন , থানা, উপজেলা বিএনপি, উপজেলা প্রেসক্লাব, বীর মুক্তিযোদ্ধা সহ , বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা স্মৃতিসৌধে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৮টায় উপজেলা প্রাঙ্গনে শিশু সমাবেশ, মনোজ্ঞ কুচকাওয়াজ, ও মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ, ডিসপ্লে প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দির, গির্জায়, প্যাগোডায় বিশেষ প্রার্থনা, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি নীলুফা ইয়াসমিন নিপা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী ,সাবেক সভাপতি খায়রুল কবির তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মোতাহার হোসেন তালুকদার, সাজিদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর,সাবেক ছাত্রনেতা ও প্রেসক্লাবের সদস্য আমির খসরু স্বপন, যুবদলের কামাল হোসেন তালুকদার, নুর ফরিদ, মোদাসির হোসেন কাইয়ূম, ছাত্রদলের সদস্য সচীব টিটু ভূইয়া, ফায়ার সার্ভিস, আনসার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা, এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।