দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্বাধীনতা দিবসে ঢাকা-ভৈরব বাজার রুটে নতুন ট্রেন চালু হয়েছে। আজ ভোর ৬.৪৫ মিনিটে কিশোরগঞ্জের ভৈরব বাজার জাংশন স্টেশন থেকে ‘নরসিংদী কমিউটার ট্রেন-১’ যাত্রা  শুরু করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের সহকারী যন্ত্র প্রকৌশলী রেজাউল ইসলাম, ট্র্যাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি প্রমুখ।

‘নরসিংদী কমিউটার ট্রেন-১’ আজ ভোর ৬.৪৫ মিনিটে ভৈরব বাজার জাংশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা করে  সকাল সাড়ে ৯ টায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এসময় নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ‘নরসিংদী কমিউটার -১’ ট্রেনটি প্রতিদিন  ভোর ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে সকাল ৯টা ৫ মিনিটে কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে। ‘নরসিংদী কমিউটার-৪’ সন্ধ্যা সাড়ে ৬টায়  কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।

ট্রেন দুটি পথিমধ্যে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গি, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে। কমিউটার ট্রেন দু’টির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে। ট্রেনে ১১টি বগি রয়েছে। এর মধ্যে মহিলাদের জন্য ১টি বগি সংরক্ষিত আছে। ট্রেনটিতে ৬৫২ টি সিট রয়েছে। তবে দাঁড়িয়ে দেড় হাজার যাত্রী ভ্রমণ করতে পারবেন। ট্রেনে নামাযের জন্য নির্ধারিত জায়গা ও ওযুর ব্যবস্থা রয়েছে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বাসসকে বলেন, ভৈরব ও নরসিংদীবাসীর দীর্ঘ দিনের দাবি আজ পূরণ হলো। এই ট্রেন চালু হওয়ার পর এ অঞ্চলের মানুষ ঢাকায় দিনের কাজ শেষ করে  সেদিনেই বাড়ি ফিরতে পারবেন। এছাড়া শহরে ব্যবসা বাণিজ্য ও স্থানীয় কৃষিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 ভৈরব বাজার জাংশন স্টেশন মাস্টার ইউসুফ জানান, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। এখন ঢাকার সাথে যোগাযোগ আরো সহজ হলো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version